Sunlight School and College

Ranirbandar, Chirirbandar, Dinajpur

Established: 1993 | School Code(Board): 1250 | EIIN: 134338

Principal Message

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। সানলাইট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়: এটি মানুষ গঠনের, চরিত্র গঠনের এবং জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করার পথ। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি একটি আধুনিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে। আমাদের প্রতিষ্ঠান বিশ্বাস করে, প্রতিটি শিক্ষার্থী এক একটি আলোর উৎস। সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় এবং মূল্যবোধের চর্চার মাধ্যমে সেই আলোকরশ্মি সমাজ, দেশ ও বিশ্বকে আলোকিত করতে সক্ষম হবে। সানলাইট স্কুল এন্ড কলেজে আমরা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং সহশিক্ষা, নেতৃত্ব, সৃজনশীলতা ও নৈতিকতার বিকাশেও সমান গুরুত্ব দিই। আমাদের শিক্ষকবৃন্দের আন্তরিকতা, শিক্ষার্থীদের মেধা ও অভিভাবকদের সহযোগিতাই আমাদের এই অগ্রযাত্রার মূল শক্তি। আমরা প্রত্যাশা করি সানলাইট পরিবারের প্রতিটি সদস্য জ্ঞান, সততা ও মানবতার আলো ছড়িয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। শুভেচ্ছান্তে, অধ্যক্ষ সানলাইট স্কুল এন্ড কলেজ